আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার রোধ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন করেন।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ প্রমুখ। পৌরসভার ৮৮ জন ইমাম ও মুয়াজ্জিনদের প্রত্যেকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেয়া হয়।
ইউএনও মনিরা পারভীন বলেন, পৌরসভার ৮৮ জন ইমাম ও মুয়াজ্জিনকে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
Leave a Reply