
আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে ঘূনিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২শ’ ৫০ জন বাস ও গণ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া ত্রান সহায়তার চাল, ডাল বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বৃহস্পতিবার সকালে আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে এ ত্রান সহায়তার মালা মাল বিতরন করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কজি আলু ও ১ লিটার করে তেল প্রদান করা হয়। মাল বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, আম্পানে ক্ষতিগ্রস্ত ২শ’৫০ জন বাস ও গণ পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কজি আলু ও ১ লিটার করে তেল বিতরন করা হয়।
Leave a Reply