
আমতলী প্রতিনিধিঃ
আমতলীতে ঘূনিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ২শ’ পরিবাররের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া ত্রান সহায়তার চাল, ডাল, আলু, লবন বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলঅম সরোয়ার ফোরকান ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন শনিবার বিকেলে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ ত্রান সহায়তার মালা মাল বিতরন করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কজি আলু ও ১ লিটার করে তেল ও ১ কেজি লবন প্রদান করা হয়। মাল বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলঅম সরোয়ার ফোরকান।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, আম্পানে ক্ষতিগ্রস্ত ২শ’৫০ জন বাস ও গণ পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কজি আলু ও ১ লিটার করে তেল,ও ১ কেজি লবন বিতরন করা হয়। আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের দু:খ কষ্ট লাঘবের জন্য এবং দুখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রধান মন্ত্রীর দেওয়া এসকল উপহার সামগ্রী মানুষের মধ্যে বিতরন করা হচ্ছে।
Leave a Reply