শনিবার, ০৩ Jun ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই’শ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার হদলিয়া ইউনিয়নের পুর্বচিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় চলছিল । খবর পেয়ে মঙ্গলবার রাতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই সোহেল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মোকলেস মৃধার বাড়ীর সামনে থেকে পুলিশ বিক্রিরত অবস্থায় মাদক বিক্রেতা শামিম মৃধা, আবুল কালাম আজাদ ও নিপা বেগম নামের তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের শরীর তল্লাশী করে দুই’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার তাদের নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক বিক্রেতা আজাদের বাড়ী কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গির আলম। নিপা বেগমের বাড়ী বরিশাল শহরের বাজার বোডে। নিপা মৃত্যু হাবিবুর রহমানের কন্যা।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই’শ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আমতলীতে গাঁজা বিক্রেতা গ্রেফতার
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে পঞ্চাশ গ্রাম গাঁজাসহ পাবেল মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পাবেল মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের একটি ইটভাটার সামনে থেকে বিক্রিরত অবস্থায় পাবেল মিয়াকে গ্রেফতার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। এ সময় পাবেলের শরীর তল্লাশী করে পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পাবেলের নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন,পঞ্চাশ গ্রাম গাঁজাসহ গ্রেফতারকৃত পাবেলকে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply