শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী বরগুনার আমতলী উপজেলা যুবলীগের উদ্যোগে পালন করা হয়েছে। প্রধান অতিথি বরগুনা জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বৃহস্পতিবার আমতলী সরকারী কলেজ প্রাঙ্গণে চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অুনষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানী হাসানের সভাপতি দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহ-সভাপতি ইমাম হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সদর উপজেলা যুবলীগ সভাপতি আবদুর রহিম মোল্লা। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমতলী পৌর যুবলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ উল হাসান আরিফ,সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তিতু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন সবুজ, পৌর যুবলীগ সহ-সভাপতি গাজী মোঃ আবদুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, আঠারোগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আসলাম প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply