শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচপিায় অস্ত্র-গুলি ও জাল টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব। শনবিার এ ঘটনায় গলাচিপা থানায় মো.শাহিন মাতব্বর (৩২) এর নামে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনর্চাজ মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করনে।র্যাব-৮ এবং গলাচপিা থানার পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে গলাচিপা উপজলোর বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠী গ্রামে গোপন সংবাদে অভিযান চালিয়ে মো. নুরুল আলম মাতব্বরের ছেলে মো শাহিন মাতব্বর (৩২) কে আটক করা হয়। এসময় তার কাঠ থকে একটি কাঠরে বাট যুক্ত ওয়ান শুটার গান, ৩টি র্কাতুজ ও ৫০০ টাকার তিনটি জাল টাকার নোট উদ্ধার করা হয়। আসামী শাহিন জাল টাকার ব্যবসায়ী বলে প্রাথমকি জিজ্ঞাসাবাদে স্বীকার করছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় র্যাব-৮ গ্রেফকারবৃক আসামী শাহিনের বিরুদ্ধে গলাচিপা থানায় অস্ত্র ও স্পশোল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়রে করা হয়ছে। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনর্চাজ মো. মনিরুল ইসলাম বলেন, ‘শাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। আরো তদন্তরে পর বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply