আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ইউএনও মনিরা পারভীন আমতলী পশুর হাটসহ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ সরকার বাধ্যতামুলক মাস্ক ব্যবহারের প্রজ্ঞাপন জারি করেছেন। এরই ধারাবাহিকতায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বুধবার আমতলী উপজেলা শহরের বিভিন্ন স্থানে মানুষকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করে মাস্ক বিতরন করেছেন। পরে ইউএনও আমতলী পশুর হাট পরিদর্শনে যান। ওই হাটে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পশুর ক্রয়-বিক্রির জন্য ক্রেতা-বিক্রেতাদের নির্দেশ দেন। ওই হাটে গবাদিপশু ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহম্মেদ।
Leave a Reply