আমতলী প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শাহজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট নুরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, নুরজাহান বেগম ও মোঃ বাকি বিল্লাহ প্রমুখ। পরে উপজেলার ছয়জন দুস্থ মহিলাদের মাঝে ছয়টি সেলাই মেশিন বিতরন করা হয়।
Leave a Reply