রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ
গলাচিপায় সক্রিয় কালা জ্বর রোগী শনাক্তকরণ রেফারাল ও ফলোআপ শীর্ষক মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ডা. ইমাম সিকদার, ডা. শাহরিয়ার, ডা. মনির, ডা. মেজবাহ উদ্দিন, সাংবাদিক সঞ্জিব দাস, নাসির উদ্দিন প্রমুখ। ডা. মনিরুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সক্রিয় কালা জ্বর রোগী শনাক্তকরণ, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষন সহ ব্যাপক ভূমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মাঠকর্মীদেরকে প্রশিক্ষন দিয়ে মানুষ যাতে সেবা পেতে পারে তার ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকগুলো খোলা রয়েছে মানুষ সেবা পাচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply