বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বণিক সমিতির আহবায়ক, প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম মো. ঈসার কবর জিয়ারত করেছেন পটুয়াখালী-০৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু। শনিবার সকাল ১০টায় এমপি এস.এম শাহজাদা সাজু পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে আবুল কালাম মো. ঈসা এর বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে তার কবর জিয়ারত করেন। এসময় এমপি এস.এম শাহজাদা সাজু কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম মো. ঈসা আমার একজন প্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে এবং আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। তিনি যেদিন মারা যান সেদিন আমি ঢাকাতে ছিলাম। আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হারুন-অর-রশিদ, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মিয়া, ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি মো. কুদ্দুস মেলকার, উপজেলা যুবলীগ নেতা মো. শামীম মিয়া প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply