সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
গলাচিপায় জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মরনীকা জয়বাংলা-২০১৯ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি এস এম শাহজাদা। গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রবিবার বেলা সাড়ে ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার। জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. মজিবুর রহমান, রেজাউল করিম, হারুন-অর-রশিদ, তাপস দত্ত, আলমগীর হোসাইন, মো. নাসির উদ্দিন হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ধলা মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে স্মরণীকা জয়বাংলা-২০১৯ বই বিতরণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply