মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ
গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তন হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’-এ স্লোগানে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা সিপিপি এর টিম লিডার এবং মহিলা কলেজের প্রভাষক মো. আশীষ ঢালী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হাসান মিল্টন, চিকিনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদসহ সকল দপ্তরের প্রধানগণ ও ১২টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সাহিন সাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম জানমালের ক্ষয়ক্ষতি রক্ষায় জনগণকে সম্পৃক্ত করে জনবান্ধব দুর্যোগ ঝুঁকিহ্রাসমূলক কর্মসূচির প্রচলন করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জনবান্ধব দুর্যোগ ঝুঁকিহ্রাসমূলক কর্মসূচি সফল ও বাস্তবায়ন করার জন্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় দুর্যোগ মোকাবেলা বিষয়ে সবার সচেতনতা প্রয়োজনের দিকে জোর দেন। তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ¡াস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণের জানমাল রক্ষায় ‘মুজিব কিল্লা’ নির্মাণ করেন। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ উপক‚লীয় অ ল হিসেবে আমাদের এ অ লের জন্য সরকার মহা পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে মুজিব কিল্লা নির্মান, সাইক্লোন শেল্টার নির্মান, কালভার্ট তৈরি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা নির্মান ও সংস্কার, সৌর বিদ্যুৎ স্থাপনসহ নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার।
Leave a Reply