বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৯ পূর্বাহ্ন
গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মো. হাফিজুর রহমান (৪৮) (অবসরপ্রাপ্ত) সেনা সদস্যের কাছে চাঁদা দাবি ও খুনের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। হাফিজুর রহমান হচ্ছেন উপজেলার গজালিয়া ইউনিয়নের মৃত. আ. রহিম বিশ্বাসের ছেলে। হাফিজুর রহমান জানান, জমি জমার জেরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গলাচিপায় একটি মামলা দায়ের করি। মামলা নং এমপি-৩৫২/২০২০। অত্র মামলার আপোষ মিমাংসার জন্য গত সোমবার রাত অনুমান ৯টার দিকে তার গ্রামের বাড়ি গজালিয়া বিশ্বাস বাড়ির পশ্চিম পাশে সরকারী প্রাইমারি স্কুলের সামনে গেলে প্রতিপক্ষরা আমাকে পরিকল্পিতভাবে লোহার রড, রামদা, বাঁশের লাঠি দিয়ে অতর্কিত হামলা করে। আমি তাদের হামলার হাত থেকে বাঁচার জন্য আমার মটর সাইকেল ফেলে দোঁড় দিয়ে রাস্তার পাশে কচুরিপানার খালে লাফ দেই এবং পালিয়ে জীবন বাচাই। রাত থাকার করণে প্রতিপক্ষরা আমাকে দীর্ঘ সময় খোঁজা খুজি করে না পেয়ে চলে যায়। পরে আমি পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেই এবং ঐ বাড়ির লোকজনের মাধ্যমে মোবাইল ফোনে আমার বড় ভাইকে জানাই। আমার বড় ভাই মোবাইল ফোনে বিষয়টি আমার স্ত্রীকে জানালে আমার স্ত্রী গলাচিপা থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে সহ আমার মটর সাইকেল উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে হাফিজুর রহমানের স্ত্রী ইশরাত জাহান আসমা বলেন, আমার স্বামীকে জমি জমার জেরে প্রতিপক্ষরা মেরে ফেলতে চায়। আমার স্বামীকে থানা পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করি। এ বিষয় নিয়ে হাফিজুর রহমানের বড় ভাই রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমার ছোট ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য। তার কাছে চাঁদা দাবি করা হয়েছে এবং খুনের উদ্দেশ্যে আক্রমন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় হাফিজুর রহমান পটুয়াখালী র্যাব-৮, পুলিশ সুপার ও গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply