
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী বিট পুলিশিং’র উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ পৌরসভাসহ ৭ টি ইউনিয়নে একযোগে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এবং নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি এ প্রতিপাদ্য নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে সরকার নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে পদক্ষেপ গ্রহন করেছে। বরগুনা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে বিট পুলিশিং’র মাধ্যমে মানুষকে সচেতন করতে উদ্যোগ নেন। জেলা পুলিশ সুপারের এ উদ্যোগ বাস্তবায়নে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার পৌরসভাসহ উপজেলার ৭ টি ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ করে। এ সমাবেশে নারীদের প্রতি সহিংসতা রোধে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরন করা হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন এএসসি (সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার, বরগুনা ডিবি ওসি খন্দকার জাকির হোসেন, নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল ইসলাম, হারুন অর রশিদ হাওলাদার, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, শহীদুল ইসলাম মৃধা, মজিবুননেছা, এসআই শেখ মহিউদ্দিন, মোঃ মিলন মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ দাদন মিয়া, মোঃ আজিজুর রহমান, মোঃ সুলতান আহম্মেদ, মোঃ আলাউদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ শহীদুল আলম ও শুভ রাড়ৈই প্রমুখ। ওই সমাবেশে কিশোর-কিশোরী, শিক্ষক, সমাজসেবক, ইমাম, পুরোহিত ও বিভিন্ন শ্রেনী পেশার নারী ও পুরুষ অংশগ্রহন করেন। সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধে পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ করা হয়েছে।
Leave a Reply