পৌরসভা নির্বাচন; কলাপাড়ায় ধানের শীষ’র একক প্রার্থী নিয়ে মাঠে থাকবে বিএনপি | আপন নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে সাংসদের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন
পৌরসভা নির্বাচন; কলাপাড়ায় ধানের শীষ’র একক প্রার্থী নিয়ে মাঠে থাকবে বিএনপি

পৌরসভা নির্বাচন; কলাপাড়ায় ধানের শীষ’র একক প্রার্থী নিয়ে মাঠে থাকবে বিএনপি

বিশেষ প্রতিবেদকঃ

১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের পৌর সভা
নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র কার্যালয়। পৌর নির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় বিএনপি’ র নির্দেশনা অনুযায়ী দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে দলটি। শুক্রবার রাতে স্থানীয় নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি’র উপজেলা, পৌর শাখা ও সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন ফরম ক্রয় করেন নির্বাচনে অংশগ্রহনেচ্ছু একাধিক কাউন্সিলর প্রার্থী। যা বিক্রী চলবে আরও ২দিন। একটি পদের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তৃনমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারন করা হবে। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে
পিছিয়ে থাকা রাজনৈতিক দলটি স্থানীয় সরকার পরিষদের পৌর সভা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বলে জানিয়েছে দলের স্থানীয় নীতি নির্ধারনী সূত্র।

ফরম বিতরণের প্রথম দিনে পৌরসভার ১ নং ওয়ার্ড’র বিপরীতে দলীয় কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেন যুবদল নেতা গাউস মাতুব্বর, সাবেক ছাত্রদল নেতা মো: মিন্টু মোল্লা সহ একাধিক প্রার্থী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো: ফারুক, মুসা তাওহীদ নান্নু মুন্সী, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, যুবদল সভাপতি গাজী মো: আক্কাস, সাধারন সম্পাদক মো: হারুন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর এমরান বিশ্বাস প্রমূখ।

উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ জানান,
পৌরসভা নির্বাচনে একক প্রার্থী নিয়ে মাঠে থাকবে বিএনপি। এলক্ষে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রী শুরু হয়েছে। যা বিক্রী চলবে ১১ জানুয়ারী
পর্যন্ত। ১২ তারিখ প্রার্থীতা বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি।

শাহজাহান পারভেজ আরও জানান, ইভিএম পদ্ধতিতে সাধারন মানুষ স্বতস্ফুর্ত ভাবে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাই বিএনপি ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে অংশ নেবে। দলের মেয়র প্রার্থী হিসেবে নেতা-কর্মীদের পছন্দ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদারকে। এছাড়া মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো: ফারুক, মুসা তাওহীদ নান্নু মুন্সী।

পৌর বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, একটি পদের বিপরীতে একাধিক ফরম বিতরণ হলে দলীয় কাউন্সিলের মাধ্যমে একজন প্রার্থী বাছাই করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!