কলাপাড়ায় মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ | আপন নিউজ

সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ
কলাপাড়ায় মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ

কলাপাড়ায় মাস্ক ব্যবহার করছেন না অধিকাংশ মানুষ

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন না। দ্বিতীয় ধাপে দেশে করোনা সংক্রামনের হার উদ্বেগজনক ভাবে বাড়লেও গুরুত্ব দিচ্ছে না মানুষ। ইতিমধ্যে কলাপাড়ায় দু’জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সম্প্রীতি, কলাপাড়া থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ সচেতনতামূলক র‌্যালী এবং জনগনের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক বিতরন করলেও মানুষ আমলে নিচ্ছে না তা।
কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন পেশাজীবি মানুষের শতকরা পাঁচ জনের মুখে কোন মাস্ক নেই। কেউ কেউ মাস্ক পকেটে রেখে চলেছে। যারাও পড়েছে তাদের মধ্যেও অনেকের রয়েছে থুতমির সাথে। যাতে করে মূল উদ্দেশ্যে থেকে যাচ্ছে ধরা -ছোয়ার বাইরে।
এদিকে, এবার প্রশাসনের তরফ থেকেও তেমন তৎপরতা না থাকায় মানুষ মাস্ক ব্যবহারে উদ্যোগী হচ্ছে না। অপরদিকে, সামাজিক দূরত্বের বালাই একরকম নেই কোন জায়গাতেই। বিভিন্ন হাট-বাজার, শপিংমল, ধর্মীয় প্রতিষ্ঠানে তো একদমই মানছেন না সামাজিক দূরত্ব।
এ ব্যাপারে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের অধিবাসী মো.মোস্তফা নামে এক পথচারী কে তার মাস্ক না পড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন’ মাস্ক পড়া আর না পড়ার মধ্যে কিছু নেই, আল্ল্হা যে কয়দিন হায়াতে বাঁচাবেন তার বাইরে কেউর কিছু করার নেই।
লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের রজ্জব আলী বলেন’ আমার মাস্ক আছে, তবে তা পকেটে।
তবে জনগনকে সচেতনতার বিষয়ে ভ্রাম্যম্যমান আদালত পরিচালনা করবেন কি-না জানতে চাইলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট জগৎজীবন মন্ডল জানান, মাস্ক পড়ার বিষয়ে জনগনকে উদ্ধুদ্ধ করতে নির্দেশনা সরকারের আছে। তবে অচিরেই কলাপাড়ায় এ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!