গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি | আপন নিউজ

সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা উদ্বোধন সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা গলাচিপায় পানিতে ডুবে যুবকের মৃ-ত্যু কাউনিয়ায় এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে আইনি সহায়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজের দলে কোন জায়গা হবে না- প্রতিমন্ত্রী মহিববুর রহমান কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী
গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি

গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় একটি জেলে পরিবার ঘরের অভাবে মানবেতর জীবনযাপন করছে। পৈত্রিক সূত্রে পাওয়া বাবার জমিতে কোন রকম চালাঘরে চলছে তাদের বসবাস। বাবার মৃত্যুর পরে অভাবের সংসারের হাল ধরে মাহাবুল খা (৪২)। বাবা মারা যাওয়ায় মা, স্ত্রী ও সন্তান নিয়ে কোন রকম সংসার করে বেঁচে আছেন। তার নেই কোন ঘর। মাহাবুল খা পেশায় একজন জেলে।

জানা গেছে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের মৃত আব্দুল আজিজ খার ছেলে মাহাবুল খা। তার পরিবারের সদস্য সংখ্যা আটজন। পরিবার বড় হওয়ায় অভাব যেন পিছু ছাড়ছে না মাহাবুল খার পরিবারের। তাই নতুন করে বসবাস উপযোগী একটি ঘরও উঠানো হয় না তার।

মাহাবুল খা বলেন, “লোকজনে কয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবদের ঘর দেয়। আমিও একটা ঘর পাইলে আমার ঘর না থাকার দুঃখ চইলা যাইত। ভাংগা ঘরে আর থাকতে হইত না।’

মাহাবুল খার স্ত্রী আকলিমা বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামীর অনেক কষ্ট করে মাছ ধরেন। আর তাতেই আমাদের ছয়টি জীবন চালাতা খুব কষ্ট হয়।’

মাহাবুল খার মা রওশনা বেগম (৬৫) বলেন, ‘স্বামীর মৃত্যুর পরে আমার ছেলের সংসারেই পড়ে আছি। আমার ছেলেটাকে যদি সরকারিভাবে একটি ঘর দিত তাইলে আমরা সরকারের কাছে চির ঋণী থাকতাম।’

রতনদী তালতীয় ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, পরিবারটি আসলেই অসহায়। মাছ ধরে জীবিকা নির্বাহ করে। পরিবারটি একটি ঘর পেলে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!