বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সুজন মৃধাঃ কলাপাড়ায় সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার কবি নজরুল ইসলাম সড়ক এতিমখানা এলাকার বায়তুর রহমাত জামে মসজিদে এ ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম ও খতিব মো. রাশেদুল হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উম্মুল ক্কুরা সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’র মহাপরিচালক আলহাজ্ব হাফিজ ক্বারী মুহাম্মাদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বায়তুর রহমাত জামে মসজিদের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ সুজা উদ্দিন, মধ্য রহমতপুর জামে মসজিদের সভাপতি আবুল কাশেম, উম্মুল ক্কুরা সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রশিক্ষক হাফিজ মো. বেলাল হোসাইন প্রমুখ। ছবক অনুষ্ঠানের শিক্ষার্থীরা হলো আ. মালেক মৃধা, হাজী মোজাম্মেল হক, আ. মালেক মোল্লা, মো. মজিবুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. জামাল আকন, মো. রুবেল মাতুব্বর, মো. মাসুম বিল্লাহ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply