শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় আল আমীন (৩৫) ও ফাহিমা বেগম (৩০) নামের স্বামী স্ত্রী দুইজন আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডে সোমবার বেলা ১১টায়। ব্যবসায়ী আল আমীন গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে, ছেলের জন্য স্ত্রী ফাহিমা বেগম চিপস ভাজতে গেলে গ্যাসের চুলা অন করলে তাৎক্ষণিক শরীরে আগুন ধরে যায়। তখন আল আমীন বাথরুমে ছিলেন। ছোট ছেলের চিৎকার শুনে আল আমীন বেরিয়ে এসে তার স্ত্রীর গায়ে আগুন দেখে কোলে করে নিয়ে ডোবায় ফেলে দেন। তখন দুইজন পুড়ে গুরুতর আহত হন। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্স জানান, তাদের শরীর অনেকাংশ পুড়ে ক্ষতি গ্রস্থ হয়েছে। তবে শরীর থেকে দুর্গন্ধ পাওয়া গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, স্বামী-স্ত্রী দুইজনই দগ্ধ। কেউ কোনো অভিযোগ জানায়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply