লালুয়া বানাতী বাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন | আপন নিউজ

বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় আইপিএম পদ্ধতিতে চিনা বাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কলাপাড়ায় জমি জমা বিরোধ; এক নারীকে পি’টি’য়ে জ’খ’ম কাউনিয়ায় এসএসসি ও সমমানে ১৫৬ জন পরিক্ষার্থীর জিপিএ-৫ আমতলীতে সৌদি রিয়াল প্র’তা’র’না চক্রের মুল হোতা ইউপি সদস্য গ্রে’প্তা’র কলাপাড়ায় কলেজ ছাত্রী’র ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন ১০ জনের মনোনয়নপত্র দাখিল ঘুর্ণিঝড়ের পূর্বাভাস বুলেটিনের ব্যাখ্য প্রচার সেক্টরভিত্তিক আগাম কার্যক্রমের ওপর কর্মশালা কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী’র মতবিনিময় সভা কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
লালুয়া বানাতী বাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন

লালুয়া বানাতী বাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ব্যাপক উৎসাহ উদ্বিপনা আর উৎসব মুখর পরিবেশে ২১মার্চ মঙলবার লালুয়া বানাতী বাজার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন শান্তি পুর্ন ভাবে অনুস্ঠিত হয়েছে।

চারজন অভিভাবক সদস্য পদের বিপরিতে ০৬প্রার্থী ছিলেন।৪৮০জন ভোটার সকাল ০৮টা থেকে বিকেল ০৪টা পর্যন্ত শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার কলাপাড়া রেড ক্রিসেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন।

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে ০৪জন অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ২৪৪ ভোট পেয়ে মাছ মার্কার সদস্য প্রার্থী প্রথম হয়ে ইজাজ প্যাদা নির্বাচিত হন ।ছাতা মার্কার সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম ১৯৫ভোট পেয়ে দ্বিতীয় হয়ে নির্বাচিত হন। কলস মার্কার সদস্য প্রার্থী মো. স্বপন তালুকদার তৃতীয় হয়ে নির্বাচিত হন।১৬২ ভোট পেয়ে মোরগ মার্কার সদস্য প্রার্থী কুদ্দুস মেলকার চতুর্থ হয়ে নির্বাচিত হন।

বই মার্কার বেল্লাল গাজী ১৫৪ভোট ও ফুটবল মার্কার সদস্য প্রার্থী মনা হাওলাদার ১৪৬ভোট পান।

ভোটের ফলাফল ঘোষনা কালে দাতা সদস্য মোঃ আলমগীর হাওলাদার, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক ফোরকান প্যাদা, যুবলীগ সভাপতি লালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন সাউগার, কলাপাড়া থানার চৌকশ এসআই লালুয়া বিটের মানবিক পুলিশ কর্তা বিম্বজিৎ, কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়, শামসুল হক শান্তি, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবেক জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম, আওয়ামী যুব লীগ সহ সভাপতি আ. হক মের্দা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!