শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সঞ্জিব দাস,গলাচিপাঃ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন, ৯টি পাওয়ার ফ্রেসার মারাই যন্ত্র ও একটি পাওয়ার স্প্রে মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কমিটির সদস্য কাওসার আহম্মেদ তালুকদার প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply