গলাচিপায় এসএসসি পরীক্ষার্থীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন ইউএনও | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় আইপিএম পদ্ধতিতে চিনা বাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কলাপাড়ায় জমি জমা বিরোধ; এক নারীকে পি’টি’য়ে জ’খ’ম কাউনিয়ায় এসএসসি ও সমমানে ১৫৬ জন পরিক্ষার্থীর জিপিএ-৫ আমতলীতে সৌদি রিয়াল প্র’তা’র’না চক্রের মুল হোতা ইউপি সদস্য গ্রে’প্তা’র কলাপাড়ায় কলেজ ছাত্রী’র ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন ১০ জনের মনোনয়নপত্র দাখিল ঘুর্ণিঝড়ের পূর্বাভাস বুলেটিনের ব্যাখ্য প্রচার সেক্টরভিত্তিক আগাম কার্যক্রমের ওপর কর্মশালা কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী’র মতবিনিময় সভা কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
গলাচিপায় এসএসসি পরীক্ষার্থীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন ইউএনও

গলাচিপায় এসএসসি পরীক্ষার্থীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপাঃ দিনের আলো ফুরিয়ে সন্ধ্যার আকাশে যখন মিটমিট তারা জ্বলছে। চারদিকে সুনশান অন্ধকার নেমে এসেছে। পড়ার টেবিলে বসেছে পরীক্ষার্থীরা। ঠিক এমন মুহুর্তে আচমকা পরীক্ষার্থীদের বাসায় গিয়ে হাজির ইউএনও মহিউদ্দিন আল হেলাল। পরীক্ষার্থীদের সাথে কথা বললেন, সুবিধা, অসুবিধার কথা শুনলেন। কিছু উপদেশ দিয়ে হাতে তুলে দিলেন শুভেচ্ছা উপহার। ঠিক এমনই এক ব্যতিক্রমি উদ্যােগ নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও মো: মহিউদ্দিন আল হেলাল।

এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিক্ষানুরাগী ব্যক্তি মো. মহিউদ্দিন আল হেলাল পরীক্ষার্থীদের বাসা পরিদর্শন করেছেন। এসময় তিনি বাসায় গিয়ে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। গত রোববার রাতে পৃথক পৃথকভাবে পৌর শহরের একাধিক শিক্ষার্থীর বাসায় তিনি পরিদর্শন করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। ইতিমধ্যেই তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের কাছে একজন আদর্শিক প্রশংসিত ইউএনও হয়ে উঠেছেন। বাসা পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয় উপদেশ প্রদান করেন, পরীক্ষার হলে ভয়ভীতি দূর করতে পরীক্ষার্থীদের পরামর্শ দেন। পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ এবং যেকোন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: মাহাবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী এম. এম. আসাদুজ্জামান আরিফ, সহকারী সমাজ সেবা অফিসার আবদুর রহমান,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা ফাউন্ডেশনের সভাপতি লুৎফর রহমান আওলাদ, সাধারণ সম্পাদক হাসনাইন আহমেদ ও পৌর শাখার সভাপতি রেদোয়ান তালাল। এছাড়াও গলাচিপা ফাউন্ডেশনের সদস্য মো: টুটু তালুকদার, মো: নুরুজ্জামান মিয়া, মো: হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, তারুণ্যের শক্তি আমাদের আত্মবিশ্বাস, তরুণরা সমাজকে বদলে দিতে পারে। স্মার্ট বাংলাদেশ তাদের হাত ধরে আসবে, তাই তাদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি। এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে প্রথম পাবলিক পরীক্ষা, এখানে অনেক ভয়ভীতি, হতাশা ও সিদ্ধান্তহীনতা কাজ করে এসব দূর করতে হোম ভিজিট করা হয়েছে। শিক্ষার্থীদের বাসায় গেলে যদি তারা উজ্জীবিত হয়, এটাই বড় পাওয়া। আমি বাসায় গিয়েছি তাদের খোঁজ খবর নিয়েছি এবং পরীক্ষায় যাতে ভালো করতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!