মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া উপজেলায় বিগত ২০১০ সাল থেকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে অত্র এলাকায় দুযোর্গ ঝুঁকি হ্রাস ও বিভিন্ন সচেতনতামূলক কাজ বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সাল হতে আগামী ৩ বছর মেয়াদী পরিবর্তন নামক একটি প্রকল্পের কাজ শুরু হয়। যা কলাপাড়া উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর, লতাচাপলী ইউনিয়নে দুযোর্গ ঝুঁকি হ্রাস, নারীর প্রতি সহিংসতা রোধ, জীবন-জীবিকা ও কৃষি নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই ৪ ইউনিয়নে ৪টি বীজ ভান্ডার স্থাপন করেছে। বালিয়াতলীতে (তুলাতলী), নীলগঞ্জে (সদরপুর), মহিপুরে (মনোহরপুর) এবং লতাচাপলী (আমখোলাপাড়া)। বীজ ভান্ডার স্থাপন করা হয় ।
এই বীজ ভান্ডার স্থাপন মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া বিভিন্ন বীজ ও দেশি জাতিয় বিভিন্ন বীজ সংরক্ষণ করছে। ওয়ার্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার সহয়োগীতায় উক্ত ইউনিয়নের হত দরিদ্র কৃষকদের নিয়ে গঠিত কৃষক মাঠ স্কুল এবং আত্ম সহায়ক দলগুলোর সদস্যরা এই বীজ ভান্ডার থেকে বিনা পয়সায় বীজ নিচ্ছে এবং তাদের উৎপাদিত সবজির বা ফসলের সর্বোত্তম বীজ এই বীজ ভান্ডারে জমা করছেন। ফলে বাজার থেকে বীজ কিনতে যে টাকা লাগতো সেই খরচটা বেঁচে যাচ্ছে এবং একই সদস্যরা উৎপাদিত ফসলের সাফল্য অন্য সদস্যকে বলতে পারছে। ফলে একই গ্রুপের সদস্যরা অন্য সদস্যদের থেকে পরামর্শ নিয়ে সাফল্যের সহিত সবজি বা ফসল উৎপাদন করতে পারছে। শুধু সবজী উৎপাদিত হবে এমনটা নয়, বিভিন্ন ঔষধি ও ফলজ বীজ সংরক্ষন ও কমিউনিটি পযার্য়ে দলগত ভাবে তা রোপন করার মাধমে পরিবেশ সংরক্ষণ ও জীব বৈচিত্র উন্নতি এবং প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। এমন ভালো উদ্দে্যাগের জন্য উক্ত সংস্থাকে কমিউনিটির জনগন অতন্ত ধন্যবাদ জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply