বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দাফনের ৩৫ দিন পর মানসুরা (২৬) নামের এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় ওই বাড়িতে ভিড় জমায় হাজারো মানুষ। পরে মানসুরার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। গত ১৭ আগস্ট স্বামী পারভেজ হাওলাদারের বাড়িতে এক সন্তানের জননী অন্তসত্ত্বা মানসুরার মৃত্যু হয়।
এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর মানসুরার মা নিলুফা বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারভেজসহ চার জনের নামে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে লাশ উত্তোলনের আদেশ দেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply