বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে নির্বাচন করবেননা পটুয়াখালী-২ বাউফল আসনের স্বতন্ত্র পদ প্রার্থী হাসীব অলম তালুকদার। নৌকার সমর্থনে তিনি তার প্রাথীতা প্রত্যাহারের ঘোষনা দেন।
শনিবার বিকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এক প্রেস বিজ্ঞপ্ততির মাধ্যমে তিনি এ কথা জানান। হাসীব আলম তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এবং এভিআর গ্রুপের কর্ণধার। তার বাবা মরহুম সামসুল আলম তালুকদার স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। তার বাবাকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পদক প্রদান করেন। প্রধানমন্ত্রীর সাথে তাদের পরিবারের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। নিজ এলাকার এ আসনে হাসীব আলম তালুকদার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তিনি নৌকা থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। হাসীব আলম তালুকদার নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেয়ার পর নৌকার মার্কার প্রধান প্রতিদ্বন্ধী আর কোন প্রার্থী থাকলোনা।
এ আসনে জাতীয় পার্টি থেকে মহাসিন হাওলাদার বিএনএফ থেকে জোবায়ের হোসেন ও তৃর্ণমূল বিএনপির প্রার্থী মাহাবুব আলম মনোনয়নপত্র দাখিল করলেও এলাকার মানুষের কাছে তাদের কোন গ্রহনযোগ্যতা নেই। তাই এ আসনে ৮ম বারেরমত এমপি হতে যাচ্ছেন নৌকার মাঝি আসম ফিরোজ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply