বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানকল্পে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। আর এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে গণবিজ্ঞপ্তি সম্পর্কে জনগণকে অবহিত করণ মাইকিং করা হয়েছে। মাইকিং প্রচার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় লাইসেন্সবিহীন সকল ধরণের মোটর সাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, মোটর সাইকেল চালক ও আরোহীগণ হেলমেট পরিধান সহ অন্যান্যা আইন মেনে চলতে হবে, ফিটনেস বিহীন যেকোন মটরযান চলাচল বন্ধ থাকবে, রাস্তার পাশে অবৈধ স্থাপনা ফুটপাত দখল করে রাস্তার উপর অবৈধভাবে রাখা নির্মান সামগ্রী, কাঠের গুড়ি, দোকান পাঠ সামগ্রী ২৪ ঘন্টার মধ্যে অপসারণের জন্য বলা হয়েছে। এছাড়াও লাইসেন্স ব্যতিরেকে উন্মুক্ত স্থানে ও রাস্তার পাশে যত্রতত্র জ্বালানী তেল বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরে সন্ধ্যা ৬টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল পৌর শহরের চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জনকে আর্থিক জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ অভিযান নির্বাচন পর্যন্ত অব্যহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান, গোলখালী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আকাশ মিয়া ও গলাচিপা থানা পুলিশ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply