বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় রতদনী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. মতিউর রহমান (মাস্টার) মারা গেছেন। তার মৃত্যুতে সবমহলে শোক প্রকাশ করেছে এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
জানা যায় মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৮ টা ৪০ মিনিটে নিজ বাসভাবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার নিজ গ্রাম উলানিয়া বাজারস্থ বায়তুল আয়শা জামে মসজিদে আছর নামাজ পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর উপস্থিতিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply