বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে বর্ষীয়ান শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল নবীনদের ফুল দিয়ে বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ফিস্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply