মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন
রিপোর্ট-চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় তেল বোঝাই ড্রাম চুরি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে । পৌরশহরের সদড় রোড এলাকার তিন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে সম্প্রতি সাতটি তেল বোঝাই ড্রাম চুরির ঘটনা ঘটনায় অন্য ব্যবসায়ীরাও আতঙ্কে রয়েছে। প্রশ্ন তুলছে বাজার পাহাড়া এবং পুলিশী টহল নিয়ে । চোরেরা মুখোশ পড়ে বেটারী চালিত অটোরিক্স নিয়ে ড্রামগুলো নিয়ে যাচ্ছে বলে জানা গেছে। একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এমন ঘটনা ১০/১২ বছর আগে হয়েছে। এরপর এখন শুরু হলো। দোকানের সামনে ড্রাম রেখে ব্যবসা পরিচালনা করা নতুন কিছু নয়, যুগ যুগ ধরেই চলে আসছে। কিন্তু এমন ঘটনা ছিল না বললেই চলে। তেলের এ ড্রামগুলো কোনটি কেরোসিনের কোনটি সোয়াবিন’র। প্রতিটি ড্রামে অন্ততঃ পাঁচ মন তেল থাকে। তেল বোঝাই একটি সোয়াবিন তেলের ড্রাম’র মূল্য অন্ততঃ ২০ হাজার টাকা। অপরদিকে, কেরোসিন তেলের মূল্য প্রায় ১৩ হাজার টাকা।
ব্যবসায়ীরা জানায়, সংঘবদ্ধ এ চোরচক্র দূরের নয়, পাঁচমন ওজনের তেল নিয়ে দূরের কেউ হলে তারা সাহস পেতেন না। প্রশাসন বিষয়টি নজরে নিলে এমন ঘটনা থেকে ব্যবসায়ীরা রেহাই পাবে বলে তারা উল্লেখ করেন।
কলাপাড়া পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, বিষয়টি ব্যবসায়ীরা তাকে জানিয়েছে। তবে ব্যবসায়ীদের নিরাপত্তায় যা করনীয় করা হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেবল শুনলাম। তবে চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply