রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

রিপোর্ট-মাইনুদ্দিন আল আতিকঃ
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ রাসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গ কার্টুন চিত্র প্রদর্শনের প্রতিবাদে মহিপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় ছারছিনা পীরের সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে শাখা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আফজাল হুসাইনের সভাপতিত্বে সর্বস্তরের তাওহীদি জনতার অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে মহিপুর কেন্দ্রীয় বায়তুন নাজাত জামে মসজিদের সামনে থেকে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। পরে মিছিলটি মহিপুর বন্দরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেখ রাসেল সেতুর উপরে এসে সমাবেশ ও মানববন্ধনের মধ্যদিয়ে শেষ হয়।
এসময় ‘বিশ্বনবীর অপমান, সইবেনারে মুসলমান’, ‘বিশ্বনবীর অবমাননা, সহ্য করা হবে না’, ‘মহানবীর দুশমনেরা, হুঁশিয়ার-সাবধান’, ‘আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘ম্যাঁক্রোর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রান্সের পণ্য, বর্জন করো করতে হবে’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় পুরো মহিপুর বন্দর। এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর ছবি আগুনে পোড়ায় বিক্ষুব্ধ জনতা।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ সেলিম হোসেন, মহিপুর থানা যুব হিযবুল্লাহর আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান, মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহর আহ্বায়ক মাওলানা মোঃ জসিম উদ্দিন সালেহী, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ মাহবুব নাঈম, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সোহেল মাহমুদ, মোঃ ওলীউল্লাহ আল মাছুদ, মোঃ হাসান, মোঃ জবিউল্লাহ, মহিপুর থানা জমইয়াতে হিযবুল্লাহর উপদেষ্টা মোঃ নূরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতেই ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী করীম (সঃ)-এর ব্যঙ্গ কার্টুন চিত্র প্রদর্শন করা হয়েছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এর বিচার চায়। আমরাও এর সাথে একাত্বতা ঘোষণা করছি।’
তারা আরও বলেন, ‘এই ব্যঙ্গ কার্টুন চিত্র প্রদর্শন করে ফ্রান্স সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে তার প্রতিবাদে আমরা ফ্রান্সের সাথে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ও ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি।’
এসময় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply