
রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো.শাহআলম হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামী টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু কে চার দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বুধবার আসামী পক্ষের কৌশলীরা জামিন তার আবেদন করলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.শওকত জাহান’র সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত জামিন আবেদন নাকচ করে চার দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, দশ লাখ টাকা চাঁদার দাবীতে গত ২৯ নভেম্বর বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তাড়িকাটা গ্রামে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার’র স্থাপিত ইটভাটায় চেয়ারম্যান মশিউর রহমান শিমুর নেতৃত্বে কুপিয়ে তাকে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মুক্তিযোদ্ধার শাহআলম’র স্ত্রী মোসা.আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে।
এ ঘটনার বিচারের দাবীতে গত ২ ডিসেম্বর বেলা ১১ টার দিকে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কে এক মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। পরে প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলন করেন তারা।
Leave a Reply