
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল অহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, যুগ্ন-সাধারন সম্পাদক অধক্ষ্য শহিদুল আলম, উপজেলা
আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুর রহমান, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রমূখ।
আছর নামায়বাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশইমাম মাওলানা মো: মাছুম বিল্লাহ রুমী।
Leave a Reply