পাঁচ দফা দাবী পুরনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ স্মারকলিপি প্রদান করা হয়। তৃতীয় শেণি কর্মচারী পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন খান হেলাল ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এই স্মারকলিপিতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদানসহ পাঁচ দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply