শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরম চত্বর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিত একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, উপজেলা যুবলীগের আহ্বায়ক মু. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ প্রমূখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply