গলাচিপায় পৌরনির্বাচকে সামনে রেখে সীমানা বৃদ্ধি নিয়ে আদালতে মামলা | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
গলাচিপায় পৌরনির্বাচকে সামনে রেখে সীমানা বৃদ্ধি নিয়ে আদালতে মামলা

গলাচিপায় পৌরনির্বাচকে সামনে রেখে সীমানা বৃদ্ধি নিয়ে আদালতে মামলা

সঞ্জিব দাস,গলাচিপাঃ

গলাচিপা পৌরসভার সীমানা বৃদ্ধি নিয়ে একটি রিট মামলা দায়ের করেছেন গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের নাগরিক এস এম আলী আহমেদ নামে এক ব্যক্তি। বর্তমান মেয়র আহসানুল হক তুহিন এই মামলাটি আপন ভায়রা এস এম আলী আহমেদকে দিয়ে করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মামলার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা চালাচালিও হয়।
মামলা সূত্রে জানা যায়, গলাচিপা পৌর সভার ২নং ওয়ার্ডের নাগরিক এস এম আলী আহমেদ নামে এক ব্যক্তি গলাচিপা পৌরসভার সীমানা বৃদ্ধি নিয়ে মামলা দায়ের করেন গত ১০ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনে। যার মামলা নং ৫০৫। ওই মামলায় আসামী করা হয়, যথাক্রমে সচিব, স্থানীয় সরকার বিভাগ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শাহাবাগ, ঢাকা-১০০০, জেলা প্রশাসক পটুয়াখালী, মেয়র, গলাচিপা পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গলাচিপা, সহকারী পরিচালক স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসক কার্যালয়, পটুয়াখালী।
স্থানীয় সূত্রে জানা যায়, যখন সারা দেশে পৌরসভা নির্বাচনের তফছিল ঘোষণা করা হচ্ছে ঠিক তখনই পৌর নির্বাচনের স্থগিতাদেশ আনার জন্যই নির্বাচনের পূর্ব মুহুর্তে এ মামলা দায়ের করেন। বর্তমান মেয়র আহসানুল হক তুহিন তার আপন ভায়রা এস এম আলী আহমেদকে দিয়ে হাইকোর্টে এ মামলা দায়ের করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ কথা নিয়ে পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কালিকাপুরকে গলাচিপা পৌরসভার সাথে যুক্ত করা একটি হীন চেষ্টা ব্যতীত কিছুই নয় বলে অনেকে মনে করেন। পৌরসভার সবত্র এটা একটি দুরভিসন্ধি বলে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী বাংলাদেশ যুবলীগের সহ-সম্পাদক মামুন আজাদ বলেন, পৌর এলাকার সীমানা কখনও আদালত কর্তৃক নির্ধারণ হয় না। এটা প্রশাসনিক বিষয়। মেয়র তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নিকট আত্মীয়ের দ্বারা এই মামলার আশ্রয় নিয়েছেন। এই ধরনের জঘন্য, ঘৃনিত অপচেষ্টা রুখতে গলাচিপা পৌরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গলাচিপা পৌরসভার নির্বাচনের স্থগিতাদেশ কেউ যাতে না আনতে পারে সে জন্য আইনী লড়াই করার ব্যক্ত করেন এই কেন্দ্রীয় যুবলীগ নেতা।
এ ব্যাপারে গলাচিপা পৌরসভার বর্তমান মেয়র তুহিন খলিফা বলেন, তিনি জনগনের আস্থা,ভালোবাসা এবং মূল্যবান ভাটের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে নিষ্ঠা ও সততার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন। হাইকোর্টে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেখানে তাকে ৩ নম্বর বিবাদী করা হয়েছে। এ মামলা সম্পর্কে তিনি অবগত নন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!