শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী মো. সাইদুর রহমান সবুজ (৫০) বাদী হয়ে মামলা করেছেন। সাইদুর রহমান সবুজ উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মৃত জবেদ আলী ফকিরের ছেলে। স্ত্রী মোসা. কহিনুর বেগম (৪৮) আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের মৃত কাসেম খায়ের মেয়ে। মামলা সূত্রে ও বাদী সাইদুর রহমান সবুজ জানান, গত ১৬ আগস্ট ২০২০ তারিখে আমার ঘরের আলমারিতে থাকা নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার যার মূল্য ৮১ হাজার টাকা নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। আমি বাড়িতে আসিয়া আমার স্ত্রীকে ঘরে না পাইয়া অনেক খোঁজা খুঁজি করতে থাকি। পরে আমি আমার শ^শুর বাড়িতে গেলে তার খোঁজ পাই। তার সাথে এ ব্যাপারে কথা বললে তার ভাই জাকির আমার উপর চড়াও হয় এবং জীবন নাশের হুমকি দেয়। আমার স্ত্রী আমাকে জানায় যে সে আমার ঘর সংসার আর করবে না, আমাকে তালাক দিবে। আমি তার কাছে টাকা চাইতে গেলে সে সবকিছু অস্বীকার করে। কোন উপায় না পেয়ে সাইদুর রহমান সবুজ বাদী হয়ে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সিআর ৩৯৬/২০২০। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা উপজেলা ভাইস চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আসামিরা হলেন ১। মোসা. কহিনুর বেগম (৪৮), ২। মো. জাকির খা (৪০) এবং মো. শাহিন (২২)।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply