গলাচিপায় ইউপি চেয়ারম্যান নয়, সেবক হতে চাই বললেন-আলমগীর হোসেন | আপন নিউজ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কলাপাড়ায় ট্রাক কেনার কথা বলে আপন ভাতিজীর টাকা নিয়ে উধাও আপন চাচা জমে উঠেছে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন; তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ, স্যালাইন সংঙ্কট স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনের বেডে ৩১ জনের চিকিৎসা! কলাপাড়ায় ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন তালতলীতে ভাসুরের বিরুদ্ধে ধ’র্ষ’ণ চেষ্টার মামলায় এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
গলাচিপায় ইউপি চেয়ারম্যান নয়, সেবক হতে চাই বললেন-আলমগীর হোসেন

গলাচিপায় ইউপি চেয়ারম্যান নয়, সেবক হতে চাই বললেন-আলমগীর হোসেন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আসন্ন ২ নম্বর গোলখালী ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত হলে নাগরিক সেবা পৌঁছে দিতে চেয়ারম্যান নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই বললেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন। দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়নে রুপান্তরিত করবো। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন বলেন- রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, কবরস্থান, জরুরি এ্যাম্বুলেন্স সেবা, ভাতা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা স্বচ্ছতা ও জবাবদিহীতাম‚লক কার্যক্রম চালু করবো। একান্ত আলাপকালে তিনি এ প্রতিবেদককে তার বিভিন্ন পরিকল্পনা ইউনিয়ন বাসীর উদ্দেশ্য তুলে ধরে বলেন- পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা তৈরি ও রাস্তা প্রশস্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করবো। পরিকল্পিতভাবে রাস্তার সঙ্গে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, শিক্ষার অধিকার যাতে ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে তা নিশ্চিত করা। তাছাড়া অনেক সড়কে এখনো নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রত্যেকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিব। যাতে এসব স্থানে মাদকসেবীদের আড্ডা থেকে মুক্ত থাকে। তিনি আরো বলেন, অতীতে সবসময় মানুষের পাশে থেকে সেবাম‚লক কাজ করেছি। করোনাভাইরাস সঙ্কটে দিন-রাত খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন, অসহায় শ্রমজীবী ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছি। ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এলাকায় গৃহহীন দের মধ্যে ৪৫টি ঘর বিতরণ, বহু মসজিদে মন্দিরে সোলার লাইট স্থাপন, রাস্তার পার্শ্বে স্টিট লাইট স্থাপন, অনেক কাঁচা ও পাকা রাস্তার ব্যবস্থা করা হয়েছে। শীতার্ত মানুষের মধ্যে ৫শত কম্বল বিতরণ করা হয়েছে। ৩০টি গভীর নলক‚প স্থাপন করা হয়েছে। যুবকদের সামাজিকভাবে সম্মিলিত করে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করবো এবং তাদের সাংস্কৃতিক উন্নয়নের জন্য ইতিমধ্যে কাজ করছি। হতদরিদ্র মানুষের চিকিৎসা ব্যয়ভার নিজে বহন করছি। আমি বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে দেখিয়ে দিতে চাই যে ইচ্ছা থাকলে উপায় হয়। তিনি আরো বলেন, আমার কোন পিছুটান নেই। অর্থের প্রতি কোন লোভ নেই। আছে সম্মান আর জনগনের সেবা করে ভালবাসা পাবার লোভ। আমি নির্বাচিত হই বা না হই মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মননোয়ন দিলে গোলখালী ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!