রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় শনিবার সন্ধ্যায় গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল। এ সময় তিনি গলাচিপা প্রেসক্লাবের কল্যাণের জন্য একটি ৩২” এলইডি টিভি প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডসহ সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য অরিন্দম হালদার, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরোয়ার আখি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেব আলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশরাত হোসাইন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহরিয়ার কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহম্মেদ আসিফসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এছাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মশিউর রহমান বাবুল (যুগান্তর), সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন), রফিকুল ইসলাম রুবেল (কালের ছবি), হারুন-অর-রশিদ (নয়া দিগন্ত), মো. জাকির হোসেন (দিনকাল), মো. জাহাঙ্গীর হোসেন (ইনকিলাব), মুনতাসির মামুন (ভোরের কাগজ), মো. রিয়াদ হোসাইন (যায় যায় দিন), মো. মাসুদ (আমাদের অর্থনীতি), মো. নাসির উদ্দিন (আমাদের সময়), মো. হাসান এলাহি (মাই টিভি), সঞ্জিব দাস (বাংলাদেশ বুলেটিন), কমল সরকার (ভোরের কলাম), বিনয় কর্মকার (সময়ের আলো), মো. সাকিব হাসান (বাংলাদেশ টুডে), সঞ্জীব কুমার সাহা (দ্যা নিউ ন্যাশন), মো. নাসির উদ্দিন প্যাদা (দিন প্রতিদিন) প্রমুখ।
মত বিনিময়কালে ফখরুল ইসলাম মুকুল বলেন, ‘করোনা মহামারীর সময় সাংবাদিকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও দেশ ও জাতির যে কোন ক্রান্তিলগ্নে সাংবাদিকরাই সবার আগে এগিয়ে আসবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।’
এ ছাড়া তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply