বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাবেক প্রধান শিক্ষক, আওয়ামী লীগ নেতা, কালিবাড়ি কমিটির সাবেক সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীন ব্যক্তিত্ব মনিন্দ্র চন্দ্র পাল গত ১৬ মার্চ রাত ৯টা ৫০ মিনিটে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৭ মার্চ বুধবার দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের শ্মসানে তার দাহ কার্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম শাহাজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply