বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
দিল্লির হাই কমিশনের প্রেস মিনিষ্টার হওয়ায় সাংবাদিক সাবান মাহমুদকে পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক সাবান মাহমুদ ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিষ্টার ও আন্তর্জাতিক সাংবাদিক ক্লাবের সদস্য মনোনিত হওয়ায় গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডসহ সাংবাদিকবৃন্দরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সাথে সাবান মাহমুদ আমাদের সাংবাদিক মহলের গৌরব ও অহংকার। আমরা তাকেও অভিনন্দন জানাই। তিনি বাংলাদেশের সাংবাদিকদের সম্মান বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে গেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply