শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ২৫ মার্চ-২০২১ ইং তারিখ দুপুরে পটুয়াখালীর দশমিনা খলিশাখালীর আরশাদ আলী মোল্লার বাজারস্থ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি বন্যপ্রাণী ‘‘তক্ষক’’ উদ্ধার করা হয়। এ সময় তক্ষক পাচারের অভিযানে মো. হাসান গাজী (২৫), পিতা-লাল মিয়া গাজী, -পানখালী, -গলাচিপা, পটুয়াখালী এবং মো. জসিম হাওলাদার (৪২), পিতা-মৃত মকবুল হাওলাদার, সাং-খলিশাখালী, ৯নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীদ্বয়কে আটক করা হয়। গুজব প্রচলিত আছে ক্যান্সারের ঔষধ তৈরীতে তক্ষক ব্যবহার হয়; তক্ষক ঘরে রাখলে সহসাই ধনী হওয়া যায়; মাথার ম্যাগনেট দাম কোটি টাকা; প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা; এমন গুজবের ওপর ভর করে দেশজুড়ে সংঘবদ্ধ চক্র নির্বিচারে তক্ষক ধরছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply