
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় সরকারি খাস জমিতে বসতভিটা থেকে উৎখাত করতে না পারায় গৃহবধূ মোসাঃ নাজমা বেগম (৩৫) কে পিটিয়ে জখম করা হয়েছে।
৩০ মার্চ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার পক্ষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নাজমা বেগম কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে বিবরণ থেকে জানা যায়, মোসাঃ নাজমা বেগম ও তার স্বামী মোঃ তৈয়ব সরদার সহ সন্তানদের দীর্ঘ ৬০ বছর ধরে খাসজমিতে বসবাস করে আসছে। কিন্তু পার্শ্ববর্তী এলাকার শাহজাহান মোল্লার ছেলে মোঃ জাহিদুল মোল্লা ও তার লোকজন টাকা দিয়ে তাদের উচ্ছেদ করার পায়তারা চালায়।
ঘটনার দিন দুপুরে ঘর উৎখাতের বিষয় নিয়ে জাহিদুল মোল্লার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে নাজমাকে এলোপাতাড়ি ভাবে চর, থাপ্পর, কিল ঘুষিসহ গাছের কাঠ দিয়ে পিটিয়ে বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বসতভিটা ছাড়া সহ নানা হুমকি প্রদান করে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply