মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:০০ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমারের নেতৃত্বে বৃহস্পতিবার গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে করোন ভাইরাস সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি প্রজ্ঞাপন বিধি নিষেধ না মানায় পৌরসভার কাচাঁবাজার সদর রোডে তাইয়েবা স্টোর ১ হাজার, থানা মসজিদ রোড এর কেয়া স্টোর ৫ হাজার ও জোনায়েত গার্মেন্টস ৫ হাজার টাকা মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন। প্রয়োজনে স্বাস্থ্য বিধিমেনে চলার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার এস আই আমির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্ত মু. মাহাবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply