মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক স্কুলছাত্রী ও তার মা আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন- ঢাকার একটি কলেজের ছাত্রী অপরাজিতা সরকার (১৫) ও তার মা কৃষ্ণা সরকার (৩০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গলাচিপা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে একই গ্রামের পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মেহেদি শাহরিয়ার জানান, অপরাজিতার মাথার আঘাত গুরুতর। তার মা কৃষ্ণা সরকারের দুটি আঙুলের আংশিক কেটে গেছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply