সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

আপন নিউজ রিপোর্টঃ করোনা ভাইরাস বিস্তার রোধে কলাপাড়ায় ‘নো মাক্স নো সার্ভিস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ী, ক্রেতা ও সকল মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে জনসচেতনতা মূলক বিশেষ এ উদ্যোগ।
সোমবার (৩ মে) বিকালে পৌর শহর ব্যবসায়ী সমিতি এ কার্যক্রম চালু করেন। প্রতিটি দোকানে লাগানো হয়েছে ‘নো মাক্স নো সার্ভিস’ লেখা সম্বলিত স্টিকার। এছাড়া ব্যবসায়ী, ক্রেতা ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, সাধারণ সম্পাদক মো.ফিরোজ সিকদার, কলাপাড়া থানা ওসি (তদন্ত) আসাদুর রহমান, ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক বিএম খালেক, অর্থ সম্পাদক মো.ফরিদ উদ্দন বিপু, সদস্য বিল্লাল খান কাবুল, মো.ফরিদ, সুমন মল্লিক ও সালাম বিশ্বাস সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ সিকদার বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতার লক্ষ্যে পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যারা মাস্ক পরবেন না তাদের কোন সেবা পাবে না। সরকারি নিদের্শনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে দোকানে ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারে এ জন্য এমন উদ্যোগ গ্রহন করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply