সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীদের ঈদ উপহার দিলেন সালাম বিশ্বাস
মো. ওপর ফারুকঃ কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের মাঝে ঈদ-উল-ফিতরের ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন। মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় তার ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠান শাপলা ব্যবসায়ী সমিতির অফিসে বসে এ উপহার প্রদান করেন। উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের প্রত্যেককে ঈদ উপহার হিসাবে একটি করে পাঞ্জাবি প্রদান করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সাবেক সফল সভাপতি মো. ফিরোজ সিকদার। অন্যানের মধ্যে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. জুয়েল মোল্লাসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশ লকডাউনে থাকায় রাজনৈতিক পরিবেশ স্থবির হয়ে পরেছে। তাই নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে ও ঈদ আনন্দকে সবাই সমানভাবে উপভোগ করতে আমার ব্যক্তিগত তরফ হতে সামান্য ঈদ উপহার দিয়েছি। আমি আশা করি আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতারাও এ দুঃসময়ে তৃনমূলের নেতা-কর্মীদের পাশে এসে দাঁড়াবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply