রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
গলাচিপায় হিন্দু পরিবারের উপর হামলা; বাড়ি-মন্দির ভাংচুর
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় তুচ্ছ ঘটনাকে ঘিরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এতে তিনজন আহত হয়েছে বলে জানা যায়। উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে রবিবার বিকালে এই হামলা হয় বলে আহত রিতা রানী মালাকার জানান। আহতরা হলেন রিতা রানী মালাকার (৩৫), শ্যামল মালাকার (৫০) ও দিনেশ মালাকার (৫৫)।
আহত রিতা রানী মালাকার ও শ্যামল মালাকারকে গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে আহত রিতা রানী মালাকার জানান, আমাদেরকে মারধর করে পরে আমাদের বাড়ি ঢুকে ঘরবাড়ি ও মন্দির ভাংচুর করে চান মিয়া বেপারীসহ তার বাড়ির লোকজন। স্থানীয় মনোতোষ মালাকার জানান, গরুতে ডাল খেতে গিয়ে ডাল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে চান মিয়া বেপারীর কাছে জানতে চাইলে তিনি জানান, তারা আমাদেরকেও আহত করেছে। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর শোনার সঙ্গে সঙ্গে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জানান। এ বিষয়ে গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শুভ্রত দে বলেন, আহতরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৭ নম্বর ও ৮ নম্বর বেডে ভর্তি আছে। রিতা রানী মালাকার এর অবস্থা আশঙ্কাজনক। মাথায় সেলাই আছে। এ বিষয়ে বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু জাফর খান বলেন, গরুতে ডাল খাওয়াকে কেন্দ্র করে মালাকার বাড়ি ও বেপারী বাড়ির লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। আমি সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply