রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
গলাচিপায় মানববন্ধন
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন (২৬) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল ল ঘাট এলাকায় চরকাজল ইউনিয়নবাসীর আয়োজনে ইউনুচ দর্জি ও আবু দর্জির নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহ¯্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রিপন দর্জি, নাসির হাওলাদার, নূর মোহাম্মদ হাওলাদার, আনসার উদ্দিন, সাথী আক্তার, রিনা বেগম, লায়লা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নিরপরাধ জলিল দর্জি ও ইব্রাহিম দর্জির নিঃশর্ত মুক্তি এবং সঠিক তদন্তপূর্বক হত্যার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।
উল্লেখ্য, গত ১১ মে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চরকাজল ইউনিয়নের গ্যাসফিল্ড সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশ্বের সড়কের উপরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে চরকাজল গ্রামের মো. অলিল সরদারের ছেলে আল আমিন নিহত হন। এ ঘটনায় ১২ মে বুধবার পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চরকাজল গ্রামের মৃত মো. দলিল উদ্দিন দর্জির (ধলু) ছেলে জলিল দর্জি ও একই বাড়ির মো. ইউনুচ দর্জির ছেলে ইব্রাহিম দর্জিকে আটক করে। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। পরে তারা দু’জনসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। বর্তমানে তারা জেল হাজতে আছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply