মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন
রাঙ্গাবালীর চরমোন্তাজ থেকে হরিণ উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীতে লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস-জোয়ারের পানিতে ভেসে বন থেকে চরমোন্তাজের লোকালয়ে প্রবেশ করে হরিণটি। বুধবার বিকেলে চরবেস্টিন মাঝের চর গ্রামে প্রবেশ করলে স্থানীয়রা দেখতে পায় কুকুরে ধাওয়া দিচ্ছে হরিণটিকে এসময় হরিণটি একটি ঘরে ঢুকে পড়ে। পরে হরিণটিকে উদ্ধার করে চরমোন্তাজ বন বিভাগে হস্তান্তর করেন স্থানীয়রা।
এব্যাপারে বন বিভাগের উপজেলার চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মেস্তুরী জানান, ধারণা করা হচ্ছে ঘূর্নিঝড় ইয়াসের কারনে হরিণটি বেস্টিনের মাঝের চর বন থেকে লোকালয় চলে আসে। হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সোনারচর বনে অবমুক্ত করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply