শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

উন্নয়নের শপথ নিন নৌকা মার্কায় ভোট দিন-মজিবুর রহমান
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আসন্ন ইউপি নিবার্চন উপলক্ষে জোর প্রচারণা চলছে। উপজেলার ৪টি ইউনিয়নের জনগণের এ যেন উৎসবের আমেজ। উন্নয়নের শপথ নিন নৌকা মার্কায় ভোট দিন, প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে আবারো ইউপি নির্বাচনের নৌকা মার্কার প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ। এবার চিকনিকান্দী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ-এর উপরই ভরষা রেখে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২১ জুন হবে চিকনিকান্দী ইউপি নির্বাচন। চিকনিকান্দী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে উৎসব মুখর পরিবেশ কাজ করছে। এ বিষয়ে আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবুর রহমান বলেন, উন্নয়নের সরকার আওয়ামী লীগ সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে যে পরিমান উন্নয়ন হয়েছে এবং দেশ এগিয়ে যাচ্ছে তা অন্য কোন সময় হয়নি। তাই এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে এবং চিকনিকান্দী ইউনিয়নকে আরো বেগবান করতে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাজ্জাদ হোসেন রিয়াদকে জয়যুক্ত করুন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply